অপু বিশ্বাস বায়োগ্রাফি: Apu Biswas Biography – (দুর্দান্ত তথ্য)

অপু বিশ্বাস বায়োগ্রাফি: Apu Biswas জীবন কাহিনী সম্পর্কে কিছু জানা তথ্য। এ তথ্যগুলো আর কোথায় পাবেন না।

Apu Biswas আর শাকিব খান স্বামী-স্ত্রী সেটা আমরা সবাই কমবেশি জানি। তারা দুজন বাংলাদেশের নাম্বার ওয়ান চলচ্চিত্রের নায়িকা ও নায়। শাকিব খান সম্পর্কে জানতে চাইলে এখানে পড়ুন

অপু বিশ্বাস নামটা আমাদের সবারে কমবেশি জানা আছে। অপু বিশ্বাস যেহেতু বাংলাদেশের একজন চলচ্চিত্র নায়িকা তার সম্বন্ধে আমাদের অনেক কিছু জানার ইচ্ছে হয়।

অপু বিশ্বাস বায়োগ্রাফি (Apu Biswas Bio) :-

Apu biswas
Apu biswas
নামঅপু বিশ্বাস (Apu biswas)
জন্মঅবন্তী বিশ্বাস১১ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৪)বগুড়া, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৪ – বর্তমান
দাম্পত্য সঙ্গীশাকিব খান (বি. ২০০৮; বিচ্ছেদ. ২০১৭)
সন্তান আব্রাহাম খান জয়
Apu Biswas Facebook IdFacebook
apu biswas instagram accountinstagram
apu biswas youtube channelyoutube

যেসব জিনিস গুলা আজকাল মানুষ জানতে চায় সেগুলো হলো: অপু বিশ্বাসের ধর্ম, প্রথম ছবির নাম, মায়ের নাম, উচ্চতা, পরিচয়, শিক্ষা, ছেলে, বাড়ি কোথায় এসব অনেক প্রশ্ন আজকাল মানুষ জানতে ইচ্ছুক। আমাদের এই লেখাটির মধ্যে আপনি এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন।

আজকাল গুগলে অনেক চার্জ হচ্ছে নায়িকা অপু বিশ্বাস নাকি মারা গেছে। আসলে এ খবরটা একদম ভুয়া খবর। বাংলাদেশে অনেক কন্টেন্ট কি এটার আছে যারা এমন মিথ্যা গুজব ছড়িয়ে ভিউ বাড়ানোর জন্য। তাই আপনারা এসব নিউজ থেকে এড়িয়ে চলবে।

অপু বিশ্বাসের ধর্ম :-

বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নায়িকা অপু বিশ্বাস। তিনি ২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করে। বিয়ের খবর ফাঁস হওয়ার পরে জানা গিয়েছিল তিনি ধর্ম পরিবর্তন করেছেন।

২০১৭ সালে ১০ এপ্রিল তার সন্তান জয় কে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের লাইভে এসে এসব তথ্য ফাঁস করেন। এরপরে তিনি আরো জানিয়েছেন শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও ইসলাম ধর্ম পালন করবে।

ধর্ম পালন নিয়ে অপু বিশ্বাসের দুমুখো কথায় বিরক্ত ভক্তরা। তাদের প্রশ্ন অপু আসলে কোন ধর্ম পালন করছেন?

কারণ পূজার আগে গণমাধ্যমের কাছে অপু বললেন, ‘আমি হিন্দু ধর্মেই আছি। এবার আমি দূর্গা পূজা করবো। আসলে এই কথাগুলো পড়ে আপনারাই বুঝতে পারতেছেন অপু বিশ্বাসের ধর্ম কি?

অপুর প্রথম ছবির নাম কি? (Apu Biswas First Film) :-

বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অপু ২০০৫ সালে আমজাদ হোসেনের পরিচালিত কাল সকালে ছবিটা দিয়ে প্রথম চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন। পরের বছর অপু বিশ্বাস কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী সাকিবের বিপরীতে অভিনয় করেন।

অপু বিশ্বাস এর মায়ের নাম কি :-

বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু।

অপু বিশ্বাস এর উচ্চতা কত :-

উইকিপিডিয়া তথ্য মত অপু বিশ্বাস উচ্চতা (Height) ১.৬৫ m ।

অপু বিশ্বাসের বয়স কত (apu biswas date of birth) :-

অপু বিশ্বাস নায়িকা ১৯৯৮ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই। বর্তমানে অপু বিশ্বাসের বয়স ৩৪ বছর।

অপু বিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা (apu biswas education) :-

অপু বিশ্বাসের শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই। শিক্ষাজীবনের শুরু সেখানকার এসওএস হারম্যান মেইনার স্কুলে। তারপর আলোর মেলা কেজি স্কুল থেকে প্রাইমারি ও ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি পাঠ চুকান। সরকারি মুজিবুর রহমান কলেজে ইন্টারমিডিয়টে ভর্তি হন।

অপু বিশ্বাসের জন্মস্থান কোথায় :-

অবন্তি বিশ্বাস (মঞ্চ নাম অপু বিশ্বাস হিসাবেই অধিক পরিচিত; জন্ম: ১১ অক্টোবর ১৯৮৯, বগুড়া, বাংলাদেশ) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।

এরকম আপনার যদি কোন পছন্দের মানুষের জীবন কাহিনী সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে তার নামটা লিখে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজনেস আইডিয়া ইন বাংলাদেশ ডটকমের সাথে থাকুন।

FAQ :-

Q. Apu Biswas Date of Birth?

Ans: October 11, 1989.

Q. Apu Biswas Son Name?

Ans: Abraham Khan Joy.

Q. Apu Biswas Region?

Ans: Bogra district of Bangladesh.

Q. Apu Biswas Husband Name?

Ans: Sakib Khan.

Q. Age of Apu Biswas?

Ans: Born on 11 Octobers 1989 Now 34 Years.

Sharing Is Caring:

আমার নাম : রায়হান চৌধুরী এ ব্লকের ফাউন্ডার আমি। আমাদের এই ব্লগে পাবেন আপনি নতুন ব্যবসা আড়িয়া, অনলাইন আয়, পাইকারি বাজার সম্পর্কিত সকল তথ্য।

Leave a Comment